বিবিএল অভিষেকেই দুর্দান্ত নেপালের লামিচান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮
বিবিএল অভিষেকেই দুর্দান্ত নেপালের লামিচান

অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগ (বিবিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নিজের অভেষক ম্যাচেই তারকা বনে গেলেন নেপালের সন্দ্বিপ লামিচান। প্রথম নেপালি খেলোয়াড় হিসেবে বিবিএল খেলতে নেমেই দুরন্ত এ লেগব্রেক স্পিনার। সিডনি থান্ডারের বিপক্ষে খেলতে নেমে নিজের প্রথম ওভারেই ২ উইকেট শিকার করেছেন মেলবোর্ন স্টার্সের লামিচান।

নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে সিডনির অধিনায়ক ও অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় শেন ওয়াটসনকে শিকার করেন লামিচান। ঐ ওভারের শেষ বলে কালাম ফার্গুসনকেও বিদায় দেন তিনি। ওভারে তিন রান দিয়ে ২ উইকেট শিকার করেন লামিচান।

তবে পরের তিন ওভারে কোন উইকেট শিকার করতে পারেননি লামিচান। বেশ রানও দিয়েছেন তিনি। শেষ তিন ওভারে লামিচান রান দিয়েছেন ৩৩টি। অর্থাৎ ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন লামিচান। তবে ম্যাচটি বৃষ্টি আইনে ১৫ রানে জিতে সিডনি থান্ডার।

ম্যাচ শেষে লামিচানের প্রশংসা করেছেন মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘লামিচান একজন নিখাত তারকা। আইপিএলে তাকে আমি প্রথম দেখি। দিল্লি ডেয়ারডেভিলসের ট্রেনিং-এ তাকে সব বলে মারতে গিয়ে আমি বোল্ড হয়েছি। সে উদীয়মান ও স্মার্ট বোলার।’

গত বছর আইপিএলে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন লামিচান। দেশের হয়ে ৩ ওয়ানডেতে ৮ উইকেট পেলেও ২টি-২০তে এখনও উইকেট নিতে পারেননি তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথের রুমেই হয় বল টেম্পারিংয়ের পরিকল্পনা

স্মিথের রুমেই হয় বল টেম্পারিংয়ের পরিকল্পনা

ভারতের ব্যাটিং লাইন-আপ মানসম্পন্ন নয় : পন্টিং

ভারতের ব্যাটিং লাইন-আপ মানসম্পন্ন নয় : পন্টিং

ক্রিকেট ইতিহাসে ব্যাট টস!

ক্রিকেট ইতিহাসে ব্যাট টস!

বিপিএলে খেলা হচ্ছে না স্মিথের

বিপিএলে খেলা হচ্ছে না স্মিথের