বাংলদেশ দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। চেষ্টা করি দলের জন্য অবদান রাখার। যদি হয় ভালো, আর না হলে খারাপ লাগে। তবে সব সময় চেষ্টা করি দলের জন্য ভালো অবদান রাখার। বৃহস্পতিবর রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ম্যাচ জেতা ও ক্যারিয়ারের সেরা উইকেট নেওয়ার পর কেমন লাগছে, এমন প্রশ্নে সাকিব বলেন, খুবই ভালো লাগছে। প্রথম বার কোন কিছু হলে ভালো লাগে।
সাকিব আরো বলেন, আমি মনে করি আজকের দিনটা আমাদের ভালো ছিল। ফিল্ডিংয়ে কিছু ঘাটতি ছিল। তাছাড়া সবমিলিয়ে আমরা ভালো একটা টি-২০ খেলেছি। তবে এখানে বোলিং করা কঠিন ছিল। আমাদের ভালো রান ছিল বলেই বোলিংরা কনফিডেন্স নিয়ে বল করেছে। আর ব্যাটিংয়ে লিটন ভালো শুরু করেছিল। এরপর সৌম্য ভালো ব্যাট করেছে। সৌম্যের পর আমি ও রিয়াদ ভাইয়ের ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা যদি দ্রুত উইকেট হারিয়ে ফেলতাম তাহলে বোলারদের ব্যাটিং করতে হতো। ফলে এত বড় রান হতো না।
সাকিবের ইনজুরি ও অসুস্থতা নিয়ে ছিল নানা গুঞ্জন। পরবর্তী ম্যাচে কি তাকে দেখা যাবে? জবাবে সাকিব ‘পরবর্তী ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তবে জ্বর নাই। ঠান্ডাটা একটু আগে। তবে আশা করি ভালো হয়ে যাবে।’
সিরিজ জয়ের কতটা সম্ভাবনা আছে বাংলাদেশের? ‘আমাদের সম্ভাবনা অবশ্যই আছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এই কন্ডিশনে আমাদের পরিচয় বেশি। আমাদের প্রতিটা খেলোয়াড়রা এই মাঠে অনেক ম্যাচ খেলেছে। তাই স্বাভাবিক ভাবেই এই কন্ডিশনটা আমাদের বেশ পরিচিত। তবে সিলেটের কন্ডিশনের সাথে কিন্তু আমরা ততটা পরিচিত না। সেখানে আমরা কম ম্যাচ খেলেছিলাম। ’