ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮
ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

টি-২০ ফরম্যাটে নিজের ক্যারিয়ারে সেরা বোলিং করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব।

ছোট ফরম্যাটে ৭১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারের পাশাপাশি সেরা বোলিং ফিগার দাঁড় করান সাকিব।

এর আগে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছিলো ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ওমানের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ৮৫ উইকেট শিকার করেছেন সাকিব।

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের ১-১ সমতা আনলো টাইগাররা। ম্যাচে সাকিব ছাড়া দুই উইকেট এবং মিরাজ ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৭৫ রান করে। দ্বিতীয় খেলায় ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে জাতীয় দলে সাকিবের অভিষেক হয়। ৩১ বছর বয়সী সাকিব এখন পর্যন্ত ৫৫ টি টেস্ট, ১৯৫টি ওয়ানডে এবং ৭১টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি টি-২০ তে ১ হাজার ৪৭১ রান করেছেন এবং ৮৫টি উইকেট তুলে নিয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের ‍দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের ‍দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানের বিশাল লক্ষ্য দিল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানের বিশাল লক্ষ্য দিল টাইগাররা

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ