কেএফসি বিগব্যাশ লিগের আজ পর্দা উঠেছে । ব্রিসবেনের গাব্বায় ব্রিসবেন হিট এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের বিগব্যাশ। কিন্তু এবারের বিগব্যাশের নতুন চমক হলো ‘ব্যাট টস’।
সাধারণ কয়েন টস প্রথায় স্বাগতিক অধিনায়ক কয়েন ছুঁড়ে মারে এবং কল করে প্রতিপক্ষের অধিনায়ক। কিন্তু ব্যাট ফ্লিপ প্রথার প্রথম ম্যাচে বিশেষায়িত ব্যাট আকাশে ছুঁড়ে মেরেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেইডেন এবং কল করেছেন সফরকারী অধিনায়ক ইনগ্রাম।
হেড-টেলের পরিবর্তে ফ্ল্যাটস-রুফস প্রথায় হওয়া এ টসের প্রথম ম্যাচে রুফস ডেকেছেন ইনগ্রাম এবং জিতে গিয়েছেন টসে। তিনি আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। ঘরের মাঠে আগে ব্যাট করার সুযোগ পায় ব্রিসবেন।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ হওয়ার দুই বল আগেই ১৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে স্বাগতিক ব্রিসবেন। ব্রিসবেনের ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড।