ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম প্রথম টি-টোয়েন্টির আগের দিন পায়ে চোট পান সাকিব। ফলে সেদিন অনুশীলনে দেখা যায়নি তাকে। দ্বিতীয় ম্যাচের আগের দিনও সাকিবকে দেখা যায়নি অনুশীলনে।
সাকিব মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন, তবে অনুশীলনই করলেন না। খানিকক্ষণ থেকে চলে গেলেন টিম হোটেলে। সাকিব কেন অনুশীলন করেননি? দলীয় সূত্র জানা গেল, জ্বরে ভুগছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
জ্বরটা কী ধরনের, সেটি ব্যাখ্যা দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘ফ্লু না, সর্দি-কাশি কিছু নেই। শুধু গা একটু গরম, তাপমাত্রা ১০০-এর মতো। আমরা অপেক্ষা করছি, দেখা যাক তাপটা কমে কি না। না কমলে ওষুধ খাবে।’
এদিন সংবাদ সম্মেলনে দেখা যায়নি সাকিবকে। সাকিবে পরিবর্তে সংবাদ সম্মেলনে আসে সৌম্য সরকার।
তিনি বলেন, ‘এক্সট্রা না, যেমন আপনি বলেছেন, সাকিব ভাই একা টেনে নিয়ে গেছে। সাকিব ভাইর সাথে যদি আমরা আরেকজন রান করত তাহলে ১৩০ এর জায়গায় ১৬০ হয়ে যেত। তখন খেলার ধরন অন্য রকম হতে পারতো। বোলারদের আত্মবিশ্বাসও বেশি থাকতো। তারপরও তারা অনেক আলো ব্যাট করছে। পাওয়ারপ্লে’তে অনেক রান করেছে ওরা। আমরা যদি সেখানে ডট বলের সংখ্যা বেশি বাড়াতে পারতাম, তাহলে হয়তো খেলাটা আরেকটু দূর পর্যন্ত যেত।’
আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিকেল ৫টায় মাঠে নামবে বাংলাদেশ।