সবার ব্যর্থতার উত্তর দিতে চান না সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮
সবার ব্যর্থতার উত্তর দিতে চান না সাকিব

ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন সাকিব ছাড়া আর কারো ব্যাটেই তেমন রানে আসেন নি। কিন্তু হঠাৎ করেই কি এমন হলো টাইগারদের?

এর জবাবের জন্য সাংবাদিকরা মুখিয়ে ছিলেন সাকিবের দিকে। কিন্তু টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব সাফ জানিয়ে দিয়েছেন, “টস ছাড়া আজকে কিছুই আমাদের ঠিকঠাক হয়নি। আমরা ভালো ব্যাট করিনি, ভালো বল করিনি। উইকেট বেশ ভালো ছিল, অন্তত ১৭৫ রান করা উচিত ছিল আমাদের। অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞেস করা উচিত, কেন তারা ভালো ব্যাট করেনি। সবার হয়ে উত্তর আমি দিতে পারি না।”

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৯ ওভারে গুটিয়ে যায় ১২৯ রান করে। উইকেট খুব কঠিন ছিল না। প্রতিপক্ষের বোলিং ছিল না খুব ভয়ঙ্কর। কিন্তু একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছেন দায়িত্বজ্ঞানহীন শটে। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র দুই উইকেট হারিয়ে জিতে যায় অনায়াসেই।

তবে সাকিব মনে করেন এ ম্যাচ থেকে টাইগারদের শেখার অনেক কিছু আছে। “যেটি বললাম, কিছুই কাজে লাগেনি আজ। যেটাই চেষ্টা করেছি আমরা, সফল হইনি। এই ম্যাচ থেকে অনেক শেখার আছে।”

খেলা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন নি সাকিব। তার পরিবর্তে সাংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি।  সংবাদ সম্মেলনে বড় হারের জন্য দলের ব্যাটিংকে দুষেন তিনি।

“আমরা বেশ কিছু দিন পর টি-টোয়েন্টি খেললাম। ৫০ ওভারের ক্রিকেট আর ২০ ওভারের ক্রিকেটে অনেক পার্থক্য আছে। আমার মনে হয়, আমরা ব্যাটিংয়ে তাড়াহুড়া করেছি।”

“আমরা নেটে প্রচুর বড় শট অনুশীলন করেছিলাম। তবে আপনার গেম প্ল্যান আর নির্দিষ্ট বোলারের ওপর আপনি কতটা কার্যকর হবেন তার ওপর এর সাফল্য নির্ভর করে। আপনার এমন বোলারদের বিপক্ষে চড়াও হতে হবে যাদের বলের গতি একটু কম। যারা একটু দ্রুত গতির তাদের সামলাতে আপনার একটু স্মার্ট হতে হবে।” 



শেয়ার করুন :


আরও পড়ুন

এবার হেসে খেলে জিতলো ওয়েস্ট ইন্ডিজ

এবার হেসে খেলে জিতলো ওয়েস্ট ইন্ডিজ

একের পর এক উইকেট বিলিয়ে দিচ্ছে টাইগাররা

একের পর এক উইকেট বিলিয়ে দিচ্ছে টাইগাররা

শুরুতে নেই তামিম- লিটন- সৌমের উইকেট

শুরুতে নেই তামিম- লিটন- সৌমের উইকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ