বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত প্রীতি ম্যাচে শহীদ মুশতাক একাদশ ৪ উইকেটে হারালো শহীদ জুয়েল একাদশকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার সকাল ১০টায় টি-২০ ম্যাচে মুখোমুখি হয় খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন শহীদ জুয়েল একাদশ ও মিনহাজুল আবেদিন নান্নুর দল শহীদ মুশতাক একাদশ।
টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে শহীদ মুশতাক একাদশ। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৫টি চার ও ১টি ছক্কায় ২৫ বল মোকাবেলা করে নিজের ইনিংসটি সাজান তিনি। এছাড়া এহসানুল হক ৩৭ ও হান্নান সরকার ৩২ রান করেন। শহীদ মুশতাকের বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক ২৪ রানে ২ উইকেট নেন।
জবাবে ফয়সাল হোসেনের হাফ-সেঞ্চুরিতে ১ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় শহীদ মুশতাক একাদশ। ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন ফয়সাল। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার হারুনুর রশিদ। এছাড়া ২১ বলে মোহাম্মদ রফিক ২৭ ও ১২ বলে ২৩ রান করেন অধিনায়ক নান্নু।
বল হাতে শহীদ জুয়েল একাদশের বাঁ-হাতি পেসার মঞ্জুরুল ইসলাম ও হাসিবুল হোসেন ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন শহীদ মুশতাক একাদশের ফয়সাল হোসেন ডিকেন্স।