ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী কাল থেকে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। বেলা সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়দের ওয়ানডে আর টি-টোয়েন্টিতে হারিয়ে এসেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এবারও হারিয়েছে টেস্ট আর ওয়ানডেতে। তবু টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের পরিষ্কার ফেভারিট ভাবছেন না বাংলাদেশের কোচ স্টিভ রোডস।
আজ এক সংবাদ সম্মেলনে স্টিভ রোডস বলেন, আমি নিশ্চিত নই (ফেভারিট কিনা)। ওয়ানডেতে ভালো খেলায় অনেক আত্মবিশ্বাস এসেছে। টেস্টেও আমরা ভাল খেলেছি, আর সেটা দারুণ ব্যাপার। আমরা এখন আরও বেশি কিছু চাইতে পারি। আমরা চাই টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে।’
২০ ওভারের খেলায় বিশ্বের অন্যতম সেরা দল ভাবা হয় ওয়েস্ট ইন্ডিজকে। সেই দলকে ওদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে আসার স্মৃতি মনে করিয়ে প্রেরণা নিয়েও রোডস মনে করছেন, এবার খেলা হবে কঠিন, ‘র্যাঙ্কিংয়ে তারা এগিয়ে আছে। তারা এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন। ফ্লোরিডায় তাদের দেখে (টি-টোয়েন্টি সিরিজে হারতে দেখে) অবাক হয়েছিলাম। নিজেদের দেখেও অবাক হয়েছি। আমাদের পরিকল্পনা হলো মাঠে নামা এবং সিরিজ জেতার জন্য খেলা। আমরা ভীষণভাবে সেটা করতে চাই। তবে এটা (টি-টোয়েন্টি সিরিজ) অবশ্যই অন্য দুই সিরিজ থেকে একটু কঠিন হবে।’
প্রথম ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ দ্বিতীয় এবং ২২ ডিসেম্বর শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।