ইংল্যান্ডকে উড়িয়ে নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৮
ইংল্যান্ডকে উড়িয়ে নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ছবি: আইসিসি

নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করলো অস্ট্রেলিয়া। রোবাবর ভোর রাতে অনুষ্ঠিত নারী টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরের ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অসিরা। এ নিয়ে চতুর্থবারের মত শিরোপা জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া।

প্রথম আসরে ইংল্যান্ড জিতলেও পরের তিন আসরের শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর গেল আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। তাই এক আসর পর আবারও শিরোপা জয় করলো অসিরা।

অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৫ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। দলের পক্ষে মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন।

ওপেনার ড্যানিয়েলে ওয়াট ৩৭ বলে ৪৩ ও অধিনায়ক হিথার নাইট ২৮ বলে ২৫ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সফল বোলার ছিলেন অ্যাশলি গার্ডনার। ২২ রানে ৩ উইকেট নেন তিনি।

১০৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার। ২৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ব্যাট করার সুযোগ পাওয়া অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যানই ছোট ছোট ইনিংস খেলেছেন।

গার্ডনার ২৬ বলে অপরাজিত ৩৩, অধিনায়ক মেগ ল্যানিং অপরাজিত ২৮, ওপেনার অ্যালিসা হিলি ২২ ও বেথ মুনি ১৪ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার গার্ডনার ও সিরিজ সেরা হন একই দলের হিলি।

২০২০ সালের পরবর্তী টি-২০ বিশ্বকাপ বসবে অস্ট্রেলিয়ায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্পিনারদের দাপটে বাংলাদেশের  জয়

স্পিনারদের দাপটে বাংলাদেশের জয়

শ্রীলঙ্কাকে হটিয়ে চালকের আসনে ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হটিয়ে চালকের আসনে ইংল্যান্ড

বদলে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম

বদলে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম

শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব

শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব