ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, টি-টোয়েন্টি সিরিজে অপ্রত্যাশিত কিছু করার ক্ষমতা অস্ট্রেলিয়ার রয়েছে এবং তার দল ‘এসব ছোট বিষয়গুলোকে’ পরিহার করে ভালো কিছু করতে মনোনিবেশ করবে।
আগামী জানুয়ারির শেষ ভাগ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট ও তিন ওয়ানডে সিরিজের আগে বুধবার থেকে ব্রিজবেনে প্রথম ম্যাচ দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারতীয় দল।
সংক্ষিপ্ত ভার্সনে সাম্প্রতিক সময়ে বেশ ভালো করছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর থেকেই দুর্বল হয়েছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে ক্রিকেটে দ্রুত দশ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে গত মাসে শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলা কোহলি বলেন, ‘অবশ্যই আমাদের একটি শক্তিশালী দল রয়েছে। আমরা যখন মাঠে নামি তখন আমাদের ১১ জনই তাদের উৎকর্ষ দেখাতে প্রস্তুত থাকে, তারা তাদের সেরাটা দিতে চায়।’
কোহলি যখন ভারতের ড্যাঞ্জার ম্যান তখন রোহিত শর্মা এবং কে এল রাহুলও কম নন। গত জুলাই তেকে চারটি টি-টোয়েন্টিতে তারা উভয়েই সেঞ্চুরি হাকিয়েছেন। ব্যাটিং র্যাংকিংয়ে তারা উভয়েই অধিনায়কের চেয়ে এগিয়ে আছেন।
এদিকে স্মিথ, ওয়ার্নার ছাড়াও স্বাগতিবক অস্ট্রেলিয়াকে এখনো বড় হুমকি মনে করছেন কোহলি। তিনি বলেন, ‘তাদের দলের মান সম্পর্কে অস্বীকার করার কোন অবকাশ নেই। তাদের দলের বিশ্বমানের দুইজন খেলোয়াড় না থাকা সত্ত্বেও তারা এখনো বিশ্বমানের একটি দল। দু’জন না থাকলেই একটি দল শেষ হয়ে যায় না।’
কোহলি আরও বলেন, ‘তবে তাদের বিশেষ করে সীমিত ওভারের দলে যারা আছেন তারা যে কোন সময় একটা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। কোন দলকেই আপনি চোট করে দেখতে পারেন না। কোন কিছুই আমরা নিশ্চিত হিসেবে নিচ্ছি না।’
নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে অস্ট্রেলিয়া সফরে এসেছে ভারতীয় দল। তবে ঐতিহাসিকভাবেই অস্ট্রেলিয়া সফরে তাদের রেকর্ড খুব ভাল নয়। কোহলি বলেন, ‘প্রতিপক্ষের চেয়ে পারিপার্শিক অবস্থাকে জয় করার জন্য তারা ভালো কিছু করার পরিকল্পনা আটছেন। জেতার সামর্থ আমাদের আছে, অবশ্যই আমরা এটা বিশ্বাস করি। তবে প্রতিটি ম্যাচে আমরা প্রতিটি মুহূর্ত কিভাবে চিন্তা করি তা গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় ফর্মেটেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। তবে আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলে নিজেদের ভাগ্য ফেরানোর বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারতকে পরাজিত করার মাধ্যমে খোলস থেকে বেড়িয়ে আসতে এবং নিজেদের প্রমাণের জন্য এটা বড় একটা সুযোগ।’
জাস্টন ল্যাঙ্গার কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর তারা প্রথম সিরিজ জয়ের খুব কাছাকাছি এসেছেন বলেও মনে করছেন ফিঞ্চ।
ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), খলিল আহমেদ, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দা চাহাল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, মনিষ পান্ডে, ক্রুনাল পান্ডিয়া, ঋষভ পান্থ, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, উমেষ যাদব।
অস্ট্রেলিয়া দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), এ্যাস্টন আগার, জেসন বেহরেনডর্ফ, এ্যালেক্স কেরি, নাথান –কালটার-নাইল, ক্রিস লিন, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ডি’আর্চি শর্ট, বিলি স্টানলেক. মার্কাস স্টয়নিস, এন্ড্রু টাই, এডাম জাম্পা।