বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েদের হারের হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩০ এএম, ১৫ নভেম্বর ২০১৮
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েদের হারের হ্যাটট্রিক

বিশ্বকাপের মঞ্চে বোলাররা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশের মেয়েদের। ব্যাটিং ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তৃতীয় ম্যাচ হারলো টাইগ্রেসরা। নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরে গেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রানের বেশি এগোতে পারেনি শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সিরিবর্ধনে। সুরাঙ্গিকার ব্যাট থেকে আসে ১৬ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাহানারা আলম। ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন।

৯৭ রানের ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় সালমা খাতুনের দল। বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘর ছুঁতে পেরেছেন। নিগার সুলতানা করেছেন ২০ রান। ১১ রান করে করেন ওপেনার আয়েশা রহমান আর দশে নামা রিতু মনি।

৩ ওভার বল করে ১৭ রান দিয়ে বাংলাদেশের ৩টি উইকেট তুলে নেন শ্রীলঙ্কার জায়াঙ্গানি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও সফল সিরিবর্ধনে, নেন ২টি উইকেট। এছাড়া ২ উইকেট পান প্রভুধানি।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

মাশরাফি-সাকিব-তামিমে হাতে ট্যাক্স কার্ড

মাশরাফি-সাকিব-তামিমে হাতে ট্যাক্স কার্ড

তামিমের চোখ ওয়েস্ট ইন্ডিজে

তামিমের চোখ ওয়েস্ট ইন্ডিজে

মাশরাফিকে উইন্ডিজ সিরিজে মাঠে দেখা যাবে কি?

মাশরাফিকে উইন্ডিজ সিরিজে মাঠে দেখা যাবে কি?