আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের মালিক বনে গেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এ কৃতি গড়েছেন পাকিস্তানের এ ওপেনিং ব্যাটসম্যান।
দুবাই স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ম্যাচের ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৮ বলের মোকাবেলায় ৭৯ রানের ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েন বাবর। এর মাধ্যমে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন এ পাকিস্তানি।
মাত্র ২৬ ম্যাচ খেলেই এ রান সংগ্রহ করেছেন তিনি। এর আগে কোহলি ২৭ ম্যাচ থেকে হাজার রানের মাইলফলকটি অতিক্রম করেছিলেন। যা এতদিন দ্রুততম রেকর্ডের আসন দখল করেছিল।
ওই ম্যাচে ৫৩ বলে ৩৪ রান সংগ্রহ করেন সতীর্থ মোহাম্মদ হাফিজ। ম্যাচটি জয়ের মাধ্যমে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান।
এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় অধিনায়ক কোহলি বিশ্রামে আছেন। সফরকারী ক্যারিবীয় দলের বিপক্ষে এর আগে অনুষ্ঠিত ৫ ম্যাচের ওডিআই সিরিজে পরপর তিন সেঞ্চুরি হাকিয়ে ভারতকে ৩-১ ব্যবধানে সিরিজ এনে দিয়েছেন কোহলি।
চলতি মাসের শেষে ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে পর্যন্ত বিশ্রামেই থাকবেন ভারতীয় অধিনায়ক। আগামী ২১ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দুই দলের মধ্যে শুরু হবে নতুন সিরিজ।