সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ইংল্যান্ড। ছোট ফরম্যাটে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে জয় পেতে মরিয়া দু’দলই। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচটি।
ওয়ানডে সিরিজ জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছে সফরকারী ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ইংলিশরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয় থেকে চতুর্থ ওয়ানডে যথাক্রমে ৩১ রানে, ৭ উইকেটে ও ১৮ রানে জিতে নেয় ইংল্যান্ড। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ইয়োইন মরগানের দল। তবে পঞ্চম ও শেষ ওয়ানডেতে উড়ন্ত পারফরমেন্স দিয়ে বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় লংকানরা।
পুরো সিরিজে যা করতে পারেনি, শেষ ম্যাচ ম্যাচে নিজেদের উজার করে দিয়েছে শ্রীলঙ্কা । নিরোশান ডিকবেলার ৯৫, অধিনায়ক দিনেশ চান্ডিমালের ৮০, কুশল মেন্ডিসের ৫৬ ও সাদিয়া সামারাবিক্রমার ৫৪ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬৬ রানের পাহাড় দাড় করায় শ্রীলংকা।
বড় টার্গেট পেয়ে শ্রীলঙ্কার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড ব্যাটসম্যানদের। ৯ উইকেটে ১৩২ রানে তুলে বৃষ্টি আইনে ২১৯ রানে ম্যাচ হারে ইংলিশরা। শেষ ওয়ানডে জিতে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়া শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচের আগে এমন মন্তব্যই করলেন দলের অধিনায়ক থিসারা পেরেরা। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা ভালো করতে পারিনি। তবে শেষ ওয়ানডেতে আমাদের সামর্থ্য দেখিয়েছিছ। নিজেদের সেরাটা দিতে পারলে জয় পেতে সমস্যা হয় না। শেষ ওয়ানডের জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। একমাত্র টি-টোয়েন্টি জয়ের ব্যাপারে আমরা আশাবাদি।’
ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টিতেও দুর্দান্ত পারফরমেন্স করতে চান ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস, ‘ওয়ানডে সিরিজ জয়ে আমরা মনোবল এখন চাঙ্গা। টি-টোয়েন্টি ম্যাচেও ভালো পারফরমেন্স করতে মুখিয়ে আছি আমরা। আশা করি, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও জিততে পারবো আমরা।’