টেস্ট সিরিজ শেষে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই শুরু করছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় উভয় দলই। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১০টায়।
দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে হারায় পাকিস্তান। দুবাইয়ে সিরিজের প্রথম টেস্ট দুর্দান্তভাবে ড্র করে অসিরা। তবে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে লড়াই করার সুযোগই দেয়নি পাকিস্তান। ৩৭৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে রেকর্ড গড়ে সরফরাজের দল।
তাই টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়ে টি-টোয়েন্টি লড়াই শুরু করছে পাকিস্তান। জয় দিয়ে সিরিজ শুরুর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ। তিনি বলেন, ‘টেস্ট সিরিজ জিতে মানসিকভাবে দল বেশ চাঙ্গা আছে। টি-টোয়েন্টি সিরিজেও ভালো করার ব্যাপারে আমরা আশাবাদি। তবে জয় দিয়ে সিরিজ শুরু করতে হবে আমাদের। এতে পরের ম্যাচগুলোতে নির্ভার হয়ে খেলা যায়।’
টেস্ট সিরিজ হারলেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ঐ ম্যাচে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে অসিরা। ৭ উইকেটে ম্যাচ জিতেছে অ্যারন ফিঞ্চের দল। এই জয়কে সাথে নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অসি অধিনায়ক ফিঞ্চ, ‘টেস্ট সিরিজের স্মৃতি আমরা ভুলে গেছি। সামনে নতুন ফরম্যাটের লড়াই। টি-টোয়েন্টি সিরিজ নিয়েই আমরা বেশি ভাবছি। সিরিজে ভালো পারফরমেন্স করতে চাই আমরা। জয় দিয়ে সিরিজ শুরু করাই আমাদের প্রধান লক্ষ্য।’