টি-টোয়েন্টি সিরিজ থেকে আবারও বাদ আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৮ অক্টোবর ২০১৮
টি-টোয়েন্টি সিরিজ থেকে আবারও বাদ আমির

পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে আবারও বাদ পড়লেন ফাস্ট বোলার মোহাম্মদ আমির। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি আমিরকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে বাঁ-হাতি বোলার আমিরকে বিবেচনা করেননি পাকিস্তান নির্বাচকরা।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে তিন ম্যাচে উইকেট শূন্য থাকা আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও পাকিস্তান দলে নেই।

সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলে হয়ে ভালো পারফরমেন্স করায় প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক বাঁ-হাতি পেসার ওয়াকাস মাকসুদ।

প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, ‘সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে এবং পাকিস্তান ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ভালো করায় মাকসুদকে দলে ডাকা হয়েছে।’

আনজামাম আরও বলেন, ফিটনেস ফিরে আবারও দলে ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নির্বাচকরা তার ফিটনেস পর্যবেক্ষণ করার পর ইমাদকে পুনরায় দলে নেয়া হয়েছে। গত বছর লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমাদ।

২৪ অক্টোবর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৬ ও ২৮ অক্টোবর দুবাইতে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

পাকিস্তান দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সাহিবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, শাদাব খান, শাহির শাহ আফ্রিদি, উসমাম খান শিনওয়ারি, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ ও ফাহিম আশরাফ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিরল রেকর্ড গড়ল 'কিংবদন্তি' ক্রিকেট পরিবার

বিরল রেকর্ড গড়ল 'কিংবদন্তি' ক্রিকেট পরিবার

ধোনির সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটের ‘অন্ধকার’ দিক

ধোনির সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটের ‘অন্ধকার’ দিক

১শ বছরের সেরা পেসার হোল্ডার

১শ বছরের সেরা পেসার হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়