ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আরও চারজনকে রাখা হয়েছে।
আগামী ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ষষ্ঠ আসরে দশটি দল দু’গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ নভেম্বর আয়ারল্যান্ড ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি সাড়বে সালমা-রুমানারা।
মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ নভেম্বর। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১২ নভেম্বর ইংল্যান্ড বিপক্ষে, ১৪ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোসাম্মত শারমিন আকতার সুপ্তা।
স্ট্যান্ডবাই চারজন : শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
৪ নভেম্বর : বাংলাদেশ-আয়ারল্যান্ড (প্রস্তুতি ম্যাচ)।
৬ নভেম্বর : বাংলাদেশ-পাকিস্তান (প্রস্তুতি ম্যাচ)।
৯ নভেম্বর : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
১২ নভেম্বর : বাংলাদেশ-ইংল্যান্ড।
১৪ নভেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা।
১৮ নভেম্বর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।