পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৬ অক্টোবর ২০১৮
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো মেয়েরা

ছবি : বিসিবি

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচও জিতলো পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানি মেয়েদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা।

সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে চার ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। সিরিজের একটি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩২ রান উঠতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। শুরুর ধাক্কা পরবর্তীতে সামলানোর চেষ্টা করেন রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। কিন্তু বেশি দূর যেতে পারেনি তারা।

রুমানা ২৪ ও ফাহিমা ১৪ রান করেন। তাদের বিদায়ের পর ২০ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের নাতালিয়া পারভেজ ৩টি উইকেট নেন।

জবাবে ৩১ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। দলের পক্ষে অধিনায়ক জাভিয়ার খান ৩৬, মুনিবা আলি অপরাজিত ১৮ রান করেন।

আগামী সোমবার (৮ অক্টোবর) সফরের একমাত্র ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ১০ অক্টোবর বাংলাদেশ ছেড়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবে পাকিস্তান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

বিপিএলে ধরে রাখা খেলোয়াড় তালিকা প্রকাশ

বিপিএলে ধরে রাখা খেলোয়াড় তালিকা প্রকাশ

যুব এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, প্রতিপক্ষ ভারত

যুব এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, প্রতিপক্ষ ভারত

রেকর্ড সর্বনিম্ন রান, পাকিস্তানের কাছে হারলো মেয়েরা

রেকর্ড সর্বনিম্ন রান, পাকিস্তানের কাছে হারলো মেয়েরা