আফগানিস্তান প্রিমিয়ার লিগে একই দলে তামিম-মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮
আফগানিস্তান প্রিমিয়ার লিগে একই দলে তামিম-মুশফিক

শুরু হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। সেই হিসেবে আজ সোমবার দুবাইয়ে দেশি বিদেশি মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে।

এপিএলে ড্রাফটের জন্য ৪০ জন বিদেশি খেলোয়াড় বাছাই করা হয়েছে। তাদের মধ্যে একই দল কিনে নিয়েছে বাংলাদেশের দুই টাইগারকে। তারা হলেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনকেই কিনেছে নাঙ্গরহার।

তামিম ইকবাল ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। মুশফিক সিলভার ক্যাটাগরিতে। তামিম-মুশফিকদের দলে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। কাবুলের আইকন স্বদেশি লেগস্পিনার রশিদ খান।

এছাড়া পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে কিনেছে পাকতিয়া। ক্রিস গেইলকে আইকন খেলোয়াড় হিসেবে নিয়েছে বালখ। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে আইকন খেলোয়াড় বানিয়েছে কান্দাহার।

আগামী ৫ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এপিএলের প্রথম আসর। খেলবে মোট পাঁচটি দল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু ও শেষ টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে কুক

শুরু ও শেষ টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে কুক

এশিয়া কাপের জটিলতা দূর করলো আইসিসি

এশিয়া কাপের জটিলতা দূর করলো আইসিসি

কুককে ‘গার্ড অব অনার’ দিলেন কোহলি

কুককে ‘গার্ড অব অনার’ দিলেন কোহলি

দক্ষিণ আফ্রিকায় চালু হচ্ছে নতুন টি-টোয়েন্টি লিগ

দক্ষিণ আফ্রিকায় চালু হচ্ছে নতুন টি-টোয়েন্টি লিগ