এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। সেই দল থেকে দুটি পরিবর্তন এনে এবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিলো বাংলাদেশ। বিশ্বকাপে ফাইনালে খেলার প্রত্যাশা করছেন দলের নির্বাচক সজল চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। বিশ্বকাপের মেয়েদের এই জুনিয়র দলের নেতৃত্ব দিবেন সুমাইয়া আক্তার। এছাড়া তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আফিয়া আশিমা ইরা।
১৫ সদস্যের মূল দলের সাথে স্ট্যান্ড বাই হিসেবে আরও চারজনকে রাখা হয়েছে। এশিয়া কাপের দল থেকে বিমাহারুন নেছা ও আরভিন তানিকে বাদ দিয়ে লাকি খাতুন ও সাদিয়া ইসলামকে নেওয়া হয়েছে।
বিশ্বকাপের মূল পর্বের আগে শ্রীলঙ্কার সাথে ৩ থেকে ৯ জানুয়ারির মধ্যে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২ জানুয়ারি শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে সুমাইয়া আক্তাররা।
বিশ্বকাপের দল নিয়ে নির্বাচক সজল চৌধুরী বলেন, “সবগুলো সাইট (ব্যাটি, বোলিং, ফিল্ডিং) বিবেচেনা করেই দল সাজানো হয়েছে। এশিয়া কাপ থেকে দুটি পরিবর্তন আছে। তবে এশিয়া কাপের উপর বেস করেই দলটা করা হয়েছে। দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সবদিকে থেকেই সাবলম্বী।”
শ্রীলঙ্কার সাথে চারটি প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপের আগে মেয়েদের মনে আত্মবিশ্বাসের জন্ম দিবে উল্লেখ করে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “বিশ্বকাপে আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি। দলে পেস উইনিট বেশ ভালো, লেগ স্পিনার রয়েছে, ব্যাটিংয়ে টপ অর্ডার এবং মিডল অর্ডাররা যদি ভালো করে ইনশা আল্লাহ আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।”
নতুন বছরের ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। স্বাগতিক মালয়েশিয়াসহ মোট ১৬টি দল অংশ নিবে।
বাংলাদেশ দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার এবং সাদিয়া ইসলাম।
স্ট্যান্ড বাই: আশরাফি ইয়াসমিন অর্থী, লেকি চাকমা, আরভিন তানি, মাহারুন নেছা।