গ্রুপে বাজিমাত করা ঢাকা মেট্টো ফাইনালেও সেই রংপুরেই ধরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
গ্রুপে বাজিমাত করা ঢাকা মেট্টো ফাইনালেও সেই রংপুরেই ধরা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি২০ আসরের গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতেছিল ঢাকা মেট্রো। তবে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে খুলনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল মেট্রো। এবার ফাইনালে সেই রংপুরেরর কাছেই আবারও হার স্বীকার করলো ঢাকা মেট্টো।

ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি২০ আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচের ফাইনালের লড়াই মোটেও জমে ওঠেনি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। জয়ের জন্য স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা শঙ্কায় পড়লেও ১১.২ ওভারেেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ।

বাংলাদেশের যেকোন স্বীকৃত টি২০ টুর্নামেন্টের ফাইনালে ১০০’র নীচে অলআউট হওয়া প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড গড়েছে ঢাকা মেট্রো। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী কিংস ১০৩ রানে অলআউট হয়েছিল।

ম্যাচটি লো স্কোরিং হলেও ৪.৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট পতনে রংপুরকে চাপে ফেলেছিল মেট্রো। আরিফুল হক ও তানবির হায়দার পঞ্চম উইকেটে ২৪ রানের জুটি গড়ে রংপুরকে শিরোপার কাছাকাছি নিয়ে যান। তবে আরিফুলকে ১৪ রানে ফিরিয়ে রাকিবুল হাসান আবারও মেট্রোকে কিছুটা জীবন ফিরিয়ে দিয়েছিলেন।

sportsmail24

জয় থেকে রংপুর যখন মাত্র ২১ রান দুরে ছিল ঠিক তখন আনামুল হক আনাম ৯ বলে অপরাজিত ১৪ রান তুলে দলকে শিরোপা উপহার দেন। হায়দার ২০ বলে ৮ রানে অপরাজিত ছিলেন।

আলিস আল ইসলাম ১৩ রানে নিয়েছেন ২ উইকেট। আবু হায়দার রনি ও রাকিবুল হাসান নিয়েছেন ১টি করে উইকেট।

ফাস্ট বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু এর আগে ধীর গতির উইকেটের তিনটি করে উইকেট দখল করে মেট্রোর ব্যাটিং লাইন-আপে ধ্বস নামান। এই দুই পেসারের তান্ডবে মেট্রো তৃতীয় ওভারে ৮ রানে ৪ উইকেট হারায়।

শামসুর রহমান শুভ দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেছেন। আবু হায়দার রনি করেছেন ১৩ রান।

চ্যাম্পিয়ন হিসেবে রংপুর পেয়েছে ২০ লাখ টাকার প্রাইজমানি। অন্যদিকে রানার্স-আপ মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা।


বিষয়ঃ

শেয়ার করুন :