জাকের আলী অনিকের ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। ১৮৯ রানের পূঁজি নিয়ে বাকি কাজটুকু সাড়লেন টাইগার বোলাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের সংগ্রহ। দলের পক্ষে ব্যাট হাতে ৪১ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক।
জবাবে ব্যাট করতে নেমে রিশাদ-মাহেদীর বোলিংয়ের বিপরীতে ১০৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংস। ৮০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলে বাংলাদেশ। চলমান সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া ২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের মাঠে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল টাইগাররা।
ওপেনার সৌম্য সরকারে ছিটকে যাওয়ায় তার জায়গায় পারভেজ হোসেন ইমনকে একাদশে নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। একাদশে সুযোগ পেয়ে লিটন দাসের সাথে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২১ বলে ৩৯ রান করেন ইমন।
সিরিজের প্রথম দুই ম্যাচে রান না অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া তানজিদ হাসান ৯, মেহেদী হাসান মিরাজ ২৯, শামীম হোসেন পাটোয়ারী ২, তানজিম হাসান সাকিব ১৭ রান করেন।
বাংলাদেশের ব্যাটারদের মাঝে ব্যাট হাতে ক্যারিবিয়তে তাণ্ডব চালান রান জাকের আলী অনিক। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭২ রান করেন তিনি।
জাকের আলী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশে সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮৯ রান। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। টাইগার বোলারদের সামনে টি-টোয়েন্টিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি।
বাংলাদেশের পক্ষে বল হাতে ৩টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এছাড়া তাসকিন আহমেদ, মাহেদী হাসান দুটি করে এবং তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।
ব্যাট হাতে ৭২ রানের দানবীয় ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী অনিক। এছাড়া সিরিজ সেরা হয়েছেন মাহেদী হাসান।