সুপার ফোরে উল্টোচিত্র দেখলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
সুপার ফোরে উল্টোচিত্র দেখলো বাংলাদেশের মেয়েরা

গ্রুপ পর্বে দাপুটের সাথে খেললেও শেষ চারে ভারতের বিপক্ষে উল্টোচিত্র দেখলো বাংলাদেশের মেয়েরা। নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

এশিয়া কাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচের মধ্যে প্রথমে শ্রীলঙ্কাকে ২৮ রানে এবং দ্বিতীয় ম্যাচে মালোয়েশিয়াকে ১২০ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ভারতের বিপক্ষে ব্যাটে-বলে তেমনটা লড়াই করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপার ফোরের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল ভারত। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান করে বাংলাদেশ।

জবাবে ১২.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও ভারতীয় নারী দলের বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি জুনিয়র টাইগ্রেসরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। ২৭ রানের জুটি ভেঙে ১৪ রান করে আউট হন ইভা। স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই ১০ রানে ফেরেন ছোঁয়া।

এরপরই ভারতীয় বোলারদের বোলিং তোপে পড়ে বাংলাদেশের মেয়েরা। ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে জুনিয়র টাইগ্রেসরা। দলীয় ৪৬ রানের মাথায় হারায় আরও ২ উইকেট হারিয়ে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে।

তবে ফারজানা ইয়াসমিনের ২১ বলে ৮ এবং নিশিতা আক্তারের ১৭ বলে ১০ রানের ধীর গতির ইনিংসে অলআউট হওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ। শেষ দিকে হাবিবা পিংকির ৪ বলে ১১ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা।

জয়ের জন্য ৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে ভারত। মাঝখানে ২ টি উইকেট হারালেও জয় পেতে বেগ পেতে হয়নি ভারতের নারীদের।

তৃষা গানগাধী ৪৫ বলে ৫৮ এবং নিকি প্রাসাদের ১৫ বলে ২২ রানে মাত্র ১২.১ ওভারে জয় তুলে নেয় ভারত। বাংলাদেশ পক্ষে ২ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ম্যাচ সেরা হয়েছেন ৪৫ বলে ৫৮ রান করা ভারতের তৃষা গানগাধী।



শেয়ার করুন :