টি-টোয়েন্টিতে তাসকিন-হাসান-মাহেদির উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
টি-টোয়েন্টিতে তাসকিন-হাসান-মাহেদির উন্নতি

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। এ ফরম্যাটে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ এবং স্পিনার মাহেদি হাসানের।

বুধবার (১৮ ডিসেম্বর) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছেন ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল। এমন পারফরমেন্সের সুবাদে তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠেন আকিল। ৭০৭ রেটিং নিয়ে শীর্ষে উঠার পথে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ, শ্রীলঙ্কাকর হাসারাঙ্গা ডি সিলভা ও অস্ট্রেলিয়ার এডাম জাম্পাকে পেছনে ফেলেছেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ১৮তমস্থানে উঠেছেন তাসকিন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে এখন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন হাসান ও মাহেদি। হাসান ২টি ও মাহেদি ৪ উইকেট নিয়েছিলেন। মূলত মাহেদির দুর্দান্ত বোলিং ও ব্যাটিং অপরাজিত ২৬ রানে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে হাসান ৩৮ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৭তম এবং মাহেদি ১৮ ধাপ এগিয়ে ২৩তমস্থানে উঠেছেন।

এ ফরম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও অলরাউন্ডার তালিকায় সবার উপরে আছেন ভারতের হার্ডিক পান্ডিয়া।

এদিকে, এক সপ্তাহের ব্যবধানে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। স্বদেশি জো রুটকে সড়িয়ে শীর্ষ উঠেছিলেন তিনি। সেই রুটের কাছেই সিংহাসন ফিরিয়ে দিলেন ব্রুক। ৮৯৫ রেটিং নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন রুট।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ১টি হাফ-সেঞ্চুরিতে ৮৬ রান করেছেন রুট। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ব্রুক। দুই ইনিংসে ০ ও ১ রান করেন তিনি।

টেস্টে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ ও অলরাউন্ডার হিসেবে শীর্ষেই আছেন রবীন্দ্র জাদেজা।


বিষয়ঃ

শেয়ার করুন :