মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জুনিয়র টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪
মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জুনিয়র টাইগ্রেসরা

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালোয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশের মেয়েরা এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার খেলবে।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ দলকে ২৮ রানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ পরাজিত ৪৫ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন জান্নাতুল মাওয়া।

এছাড়া ওপেনার ফাহমিদা ছোয়া ২৬, অপর ওপেনা মোছাম্মদ ইভা ১৯ এবং অধিনায়ক সুমাইয়া আক্তার ১২ রান করেন।

জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটে দাঁড়াতেই পারেনি মালোয়েশিয়ার ব্যাটাররা। ১৪.৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৯ রান করে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের স্বাগতিক দল। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ব্যক্তিগত ৫ রান করেন ওপেনার নূর আলিয়া।

বাকি ৯ ব্যাটারের মাঝে তিনজন শূন্য রানে ফিরেছেন। তবে টাইগ্রেস বোলারদের সামনে কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। বাংলাদেশের পক্ষে ৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন নিশিতা আক্তার নিশি।

এছাড়া হাবিবা ইসলাম ৩টি এবং বাকি দুটি উইকেট শিকার করেছেন আনিশা আক্তার সোভা। মালোয়েশিয়াকে গুড়িয়ে দেওয়ার ম্যাচে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ব্যাট হাতে ৪৫ রান করা জান্নাতুল মাওয়া।

টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠা বাংলাদেশের সামনে এখন সুপার ফোরে প্রতিপক্ষ ভারত ও নেপাল দল। সুপার ফোরে বাকি থাকা দলটি বাংলাদেশ গ্রুপের শ্রীলঙ্কার মেয়েরা।



শেয়ার করুন :