প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের প্রত্যাশা লিটন দাসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের প্রত্যাশা লিটন দাসের

বোলারদের দুর্দান্ত নৈপূন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর এখন সিরিজ জয়ের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ১৪৭ রানের পুঁজি নিয়েও ৭ রানের জয় তুলে এগিয়ে গেছে বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার সৌম্য সরকার। ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটিতে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন মাহেদি হাসান ও শামীম হোসেন। মাহেদি ২৪ বলে অপরাজিত ২৬ ও শামীম ১৩ বলে ২৭ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন স্পিনার মাহেদি। শুরুর ধাক্কা পরবর্তীতে সামলে উঠলেও বাংলাদেশের অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪০ রানে গুটিয়ে হার বরণ করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শেষে লিটন দাস বলেন, ‍“আমরা এর আগেও এখানে খেলেছি। উইকেট দেখে মনে হয়েছিল এটি ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি। আমরা যখন ব্যাটিং করি তখন মনে হয়েছে এটি ভালো নয়। ভেবেছিলাম ১৫০-১৬০ রান একটি ভালো স্কোর হবে।”

বোলারদের প্রশংসা করে লিটন বলেন, “আমি আমার বোলারদের ওপর ভরসা করেছিলাম। জানতা এই স্কোরে লড়াই করা সম্ভব। আমি চাই আমার দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখাচ্ছে এবং খুব ভালো ক্রিকেট খেলছে।”

সিরিজ জয়ের প্রত্যাশা করে এই সিরিজে নেতৃত্ব দেওয়া লিটন দাস বলেন, “এটি একটি দীর্ঘ সফর। ভালো শুরু হয়েছে। আমরা যদি আরও একটি ম্যাচ ভালো খেলতে পারি তাহলে সিরিজ জিততে পারবো।”



শেয়ার করুন :