মাহেদীর অলরাউন্ডার পারফরম্যান্স, বিজয় দিসবে রোমাঞ্চকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪
মাহেদীর অলরাউন্ডার পারফরম্যান্স, বিজয় দিসবে রোমাঞ্চকর জয়

টি-টোয়েন্টিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়াটাই বিশেষ কিছু, তারমধ্যে ক্যারিবিয়ানদের মাঠে জয় পাওয়া বাড়তি আনন্দ। ব্যাটে-বলে অলরাউন্ডার মাহেদী হাসানে নৈপূণ্যে বিজয় দিবসের সকালে তেমনি এক আনন্দ বয়ে আনলো বাংলাদেশ ক্রিকেট দল।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ব্যাট হাতে সৌম্য সরকার ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রান করেন।

বাংলাদেশের এ সংগ্রহের পথে শেষ দিকে ২৪ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেছেন অলরাউন্ডার মাহেদী হাসান। ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারা টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া লিটন দাস এ ম্যাচেও ব্যর্থ ছিলেন। ওয়ানড ডাউনে নেমে ডাক মেরেছেন তিনি।

জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। মিডল অর্ডারে ক্যারিবিয়দের অধিনায়ক রোভম্যান পাওয়েল ৬০ রানের ইনিংস খেললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

শেষ ওভারে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ ৬ বলে জয়ের জন্য ১০ রান প্রয়োজন হলেও হাসান মাহমুদের বলে সেটিও নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

ওভারে প্রথম ১ রান দিলেও দ্বিতীয় বল ডট আদায় করেন হাসান। পরের বলে উইকেট তুলে নেন এ টাইগার পেসার। চতুর্থ বলে লেগবাই হিসেবে আরও ১ রান নিলেও পঞ্চম বলে ক্যারিয়বিয়ানদের শেষ উইকেটটাও তুলে নেন হাসান। এক বল বাকি থাকতেই ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস।

৭ রানে জয় পাওয়া বাংলাদেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মাহেদী হাসান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ রানের পাশাপাশি বল হাতে ১৩ রান দিয়েছেন ৪টি উইকেট।



শেয়ার করুন :