বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফ্লেচার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফ্লেচার

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার এভিন লুইস। তার জায়গায় সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার আন্দ্রে ফ্লেচার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েন লুইস। এ জন্য সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। তারপরও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছিলো লুইসকে। তবে ইনজুরি থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে না ওঠায় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন লুইস।

গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ফ্লেচার। সিরিজে এক ম্যাচ খেলে মাত্র ৪ রান করেছিলেন তিনি। ২০০৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর দেশের হয়ে ৫৮ ম্যাচে ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯৮৪ রান করেছেন ৩৭ বছর বয়সী ফ্লেচার।

টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।



শেয়ার করুন :