হঠাৎ টি-টোয়েন্টি দলে আনক্যাপড নাহিদ রানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
হঠাৎ টি-টোয়েন্টি দলে আনক্যাপড নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে ফাস্ট বোলার নাহিদ রানাকে যুক্ত করা হয়েছে। ২২ বছর বয়সী নাহিদ রানা দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি খেলেননি।

সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদ রানাকে দলে নেওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাহিদ রানা ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ছয়টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছেন। তবে এখনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়নি।

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আশা রাখেন সৌম্য

দলের নাহিদ রানাকে যুক্ত করা হলেও আগের ঘোষিত দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সদস্য সংখ্যা এখন ১৬ জন। সিরিজটিতে নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত না থাকায় দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মো. হাছান মাহমুদ, রিপন মন্ডল এবং নাহিদ রানা।



শেয়ার করুন :