বড় ব্যবধানে হেরে সিরিজ খোয়ালো টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
বড় ব্যবধানে হেরে সিরিজ খোয়ালো টাইগ্রেসরা

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজে দাপট দেখালেও সিলেটে টি-টোয়েন্টিতে পেরে উঠছে না বাংলাদেশের মেয়েরা। টানা দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ালো টাইগ্রেসরা। প্রথম ম্যাচে ১২ রানের পর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে সফরকারী আইরিশ মেয়েরা।

শনিবার (৭ ডিসেম্বর) সিরিজ রক্ষার ম্যাচে টস ভাগ্যেও জয় পায়নি বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে ১৮৫ রান করলেও দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে কিছুটা নাগাম টেনে ধরেন নাহিদা আক্তাররা।

জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। অলআউট হওয়ার আগে শতরানের কোটাও পার করতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে ১৭.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৮৭ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টানা দ্বিতীয় হারে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত হলো বাংলাদেশের। সিরিজের বাকি ম্যাচটি একই মাঠে ৯ ডিসেম্বর মাঠে গড়াবে।



শেয়ার করুন :