মিরপুরে ওয়ানডে সিরিজে লড়াই করতে না পারলেও সিলেটে টি-টোয়েন্টি ফরম্যাটে জ্বলে উঠলো আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বোলারদের বিপক্ষে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পলের জোড়া ফিফটিতে দারুণ এক জয় তুলে নিলো আইরিশ মেয়েরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ব্যাট হাতে দলের পক্ষে অধিনায়ক গ্যাবি লুইস ৬০ এবং লিয়া পল অপারজিত ৭৯ রান করেন।
জয়ের জন্য ১৭০ রানের ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রান করতে পারে বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ভীত গড়ে দিলেও শেষ পর্যন্ত ঠিক বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান। তবে ৬ বলে একটি উইকেট হারিয়ে পাঁচ রান নিতে পারলে ১২ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেলে টাইগ্রেসরা।
প্রথম ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। পেসার জাহানার আলমের বলে রানে হন আইরিশ ওপেনার এমি হান্টার (১০)। এরপর দলীয় ৪৬ রানে আয়ারল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত হানেন অফ-স্পিনার জান্নাতুল ফেরদৌস। ওরলা প্রেনডারগাস্টকে ১১ রানে আউট করেন জান্নাতুল।
এরপর তৃতীয় উইকেটে ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে লড়াকু সংগ্রহের পথ তৈরি করে দেন অধিনায়ক গ্যাবি লুইস ও লিচ পল। আয়ারল্যান্ড টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।
লুইস ও পলের রেকর্ড জুটিতে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আইরিশরা। ৭টি চার ও ২টি ছক্কায় লুইস ৪২ বলে ৬০ এবং ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ৪৫ বলে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন পল।
বল হাতে বাংলাদেশের জাহানারা, ফারিহা, জান্নাতুল ও নাহিদা ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৭০ রানের টার্গেটে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার দিলারা আকতার ও সোবহানা মোস্তারি। ৭২ বলে ১০৩ রানের সূচনা করেন তারা। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটিই সর্বোচ্চ রান বাংলাদেশের।
১২তম ওভারের শেষ বলে সোবাহানার আউটে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৪৬ রান করেন সোবহানা।
এরপর ১১০ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ৪ ও দিলারা ২টি করে চার-ছক্কায় ৪১ বলে ৪৯ রানে আউট হন।
৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে লড়াই রাখেন শারমিন আকতার ও তাজ নেহার। চতুর্থ উইকেটে ২০ বলে ২৭ রান তোলেন তারা। ১৭তম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৯ রান করা তাজ।
দলীয় ১৩৭ রানে তাজ যখন ফিরেন, তখন বাংলাদেশের জিততে ৪ উইকেট হাতে নিয়ে ১৮ বলে ৩৩ রান দরকার ছিলো। ১৮তম ওভারে ২টি চারে ১৫ রান পায় টাইগ্রেসরা।
১৯তম ওভারে ২ উইকেট হারালেও কোন রান নিতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে ১৮ রানের দরকারে ১ উইকেটের বিনিময়ে মাত্র ৫ রান নিতে পারে স্বাগতিকরা। ৭ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ। ২টি চারে ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন শারমিন। ম্যাচ সেরা হন আয়ারল্যান্ডের পল।
একই ভেন্যুতে ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নিগার সুলতানার দল।