সিলেটে স্পিন নির্ভর দল নিয়ে টি-টোয়েন্টি খেলবে টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
সিলেটে স্পিন নির্ভর দল নিয়ে টি-টোয়েন্টি খেলবে টাইগ্রেসরা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে অনুষ্ঠিতব্য এই সিরিজে স্পিন নির্ভর দল নিয়ে খেলবে বাংলাদেশ।

সোমবার (২ ডিসেম্বর) মিরপুরে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি দল দেয় বিসিবি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে পেসার মারুফা আক্তার, সুলতানা খাতুনকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বিসিবির নারী ক্রিকেট উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আলম শিপন জানিয়েছেন, বাংলাদেশ সর্বশেষ দুবাইয়ে টি-টোয়েন্টি খেলেছে অ্যাওয়ে কন্ডিশনে, সেখানে পেজ বোলার বেশি ছিল। তবে এখন হোম কন্ডিশনে সিলেটে হওয়ায় স্পিন নির্ভর দল করা হয়েছে।

তিনি আরও বলেন, ইনজুরির কারণে সাকিরার জায়গায় দলে সারমিন আক্তার সুপ্তা, দিশা বিশ্বাসের জায়গায় সানজিদা আক্তার মেঘলাকে দলে নেওয়া হয়েছে। এছাড়া মারুফা এবং সুলতানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

কারণ হিসিবে নির্বাচক শিপন বলেন, তারা (মারুফা ও সুলতানা) কয়েকদিনের মধ্যে বেশি.. রেগুলারি ম্যাচ খেলছে..। সুলতানার জায়গায় আসছে জান্নাতুল সুমনা এবং মারুফার জয়গায় দলে এসেছে ফারিয়া ইসলাম তৃষ্ণা।

৫ ডিসেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের প্রথম দুটি ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচ)
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।



শেয়ার করুন :