নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের প্রাপ্তি কতটুকু?

মোশারফ হোসাইন মোশারফ হোসাইন প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের প্রাপ্তি কতটুকু?

বিশ্বকাপ শেষ হওয়ার আগে আরও বিশ্বকাপের সমাপ্তি হলো বাংলাদেশের মেয়েদের। তবে এবার ব্যর্থতার সাথে আছে সফলতাও, দীর্ঘ ১০ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতার রেকর্ড। তবে প্রশ্ন থেকে যায়, বিশ্বকাপ বাংলাদেশের আসলে প্রাপ্তি কতটুকু?

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ড এর বিপক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১৯ রান করেন, ম্যাচ জিতেন ১৬ রানে। তবে পরের গল্পটা একেবারে শূন্যতা এবং হতাশার। ইংল্যান্ডের মেয়েরা ১১৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে, শতাধিক রানও করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। এ দিন ম্যাচ হারেন ২১ রানে।

বিশ্বকাপের ৩য় ম্যাচটা নিয়ে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশের সমর্থকরা, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ছিল প্রবাসী বাংলাদেশিদের ঢল। সেই ম্যাচটাও রাঙাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৮ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজকে ১০৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় ক্যারিবীয়রা।

এদিকে বিশ্বকাপের শেষ ম্যাচটা নিয়ে বেশি একটা সিরিয়াস দেখা যায়নি বাংলাদেশ দলকে। ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেননি টাইগ্রেসরা। ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ম্যাচ হারার রাতে বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ম্যাচের আগের দিন বিশ্রামে থাকবে ক্রিকেটাররা।

ফলে অনুশীলন ছাড়াই ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১০৭ রানের লক্ষ্য দেয়। দক্ষিণ আফ্রিকা ১৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় পায়।

দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল, হয়তো আপনাদের প্রস্তুতি দেশের কন্ডিশন অনুযায়ী ছিল। বিদেশের মাটিতে খেলা হওয়ায় ম্যাচ গুলো খারাপ হয়েছে কি-না?

এমন প্রশ্নে অধিনায়ক বলেন, “না একদম না। ম্যাচ না জেতার কারণগুলো যদি দেখেন, যেখানে হতো একই হতো। আমরা তো খারাপ করিনি, বোলাররা ভালো করেছে ব্যাটাররা ভালো করতে পারেনি। ইংল্যান্ড ১১৯ রান করেছে, লক্ষ্যে পৌঁছাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।”

অধিনায়কের মতে, “বিশ্বকাপ বাংলাদেশ হওয়ার কথা ছিল, দেশের উইকেট আর শারজার উইকেট এতটা পার্থক্য ছিল না। বোলার ভালো করেছে আমরা ব্যাটাররা ভালো করতে পারিনি। ভেন্যু কোনো কিছু না। আমরা দল অনুযায়ী ফেল করেছি। ভেন্যুতে দোষ দিয়ে লাভ নাই, এটা একটা অজুহাত হবে।”

সব শেষে প্রশ্ন থেকেই যায়, ছেলেদের ন্যায় মেয়েরাও বিশ্বকাপ মঞ্চে কেন বার বার ব্যর্থ হচ্ছে। যদিও এশিয়া কাপ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অর্জনের ঝুঁলিতে। যা অবশ্য এখনো ছেলেরা অর্জন করতে পারেনি।



শেয়ার করুন :