ভারতের গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তিন ম্যাচ সিরিজের এ টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেন, এ সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রস্তুতিটা (২০২৬ বিশ্বকাপ) শুরু হবে।
গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লি (৯ অক্টোবর) এবং হায়দরাবাদে (১২ অক্টোবর)। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ ফরম্যাট থেকে অবসর নেওয়ায় তাকে আর পাওয়া যাচ্ছে না।
সিরিজ শুরুর আগে শুক্রবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “এ সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে, আমাদের খেলোয়াড়রা সবাই অন্য এক এপ্রোচে খেলছে। সবাই জেতার জন্যই খেলবে।”
“আমার কাছে মনে হয়, এখানে যে খেলোয়াড়রা আছে, এর বাইরে আরও ৪-৫ জন যোগ হবে। এরাই হয়তো সামনে ২০২৬ বিশ্বকাপে খেলবে। তো আমার মনে হয়, এ সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রস্তুতিটা (২০২৬ বিশ্বকাপ) শুরু হবে।” - নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি ফলম্যাট থেকে সাকিব আল হাসান বিদায় নিয়েছেন। তবে বিশ্বকাপে ব্যর্থতার পরও ভারত সিরিজে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে সিনিয়র এ ক্রিকেটার সম্পর্কেও শান্তকে প্রশ্নের উত্তর হয়।
অধিনায়ক বলেন, “রিয়াদ ভাইয়ের ব্যাপারটা... অবশ্যই, আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের জন্য এ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। তো এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। তবে আমার মনে হয় যে, নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।”