বিশ্বকাপ আসরটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, প্রস্তুতিও চলছিল। তবে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ আসরটি আর দেশে থাকেনি। চলে গেলে আরব আমিরাতে, তবে আয়োজন হিসেবে বাংলাদেশই থাকছে।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ।
বিশ্বকাপ উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে ছিল দলের ফটোসেশন এবং সংবাদ সম্মেলন। সেখানেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কথা বলেন। সংবাদ সম্মেলন শেষে দলের সবাইকে মিরপুরের মিডিয়া সেন্টারে দলের সবাইকেই গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, “বিশ্বকাপে প্রথম লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। এরপর যখন আমরা ছন্দ পাব, সেই ছন্দেই... সেমিফাইনাল কে না খেলতে চায়? আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।”
নিগার সুলতানা জ্যোতি দেশের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে বিশ্বমঞ্চে কোন জয়ের সাক্ষী হতে পারেননি। অনেকটা আক্ষেপ নিয়েই তিনি বলেন, “চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, তেমনি গোটা দলেরই লক্ষ্য যেন আমরা ম্যাচ জিতে শুরু (বিশ্বকাপ) করতে পারি।”
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। মূলত এ ম্যাচ দিয়েই শুরু হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্কটল্যান্ড প্রতিপক্ষ হিসেবে দুর্বল থাকা প্রথম ম্যাচেই জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেসরা।
স্কটল্যান্ড এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে। নিগার সুলতানা জ্যোতি বলেন, “প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে।”