অবশেষে জ্বলে উঠলেন সাকিব, দুর্দান্ত ছিলেন শরিফুলও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৮ জুলাই ২০২৪
অবশেষে জ্বলে উঠলেন সাকিব, দুর্দান্ত ছিলেন শরিফুলও

চার ম্যাচ উইকেট শূন্য থাকার পর অবশেষে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলা টাইগার্স মিসিসাগারের দ্বিতীয় ম্যাচে সাকিব-শরিফুলের দারুণ বোলিং নৈপুন্যে ভ্যাঙ্কুবার নাইটসকে ২২ রানে হারিয়ে দিয়েছে।

বল হাতে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন সাকিব। পাশাপাশি দারুণ বোলিং করা আরেক বাংলাদেশি বোলার শরিফুল ইসলাম ৪ ওভারে ১২ রানে নিয়েছে ১ উইকেট। এর ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল বাংলা টাইগার্স।

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে ৭ ম্যাচে ১৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ৪ ম্যাচে নেন ১ উইকেট। মেজর লিগে নিজের শেষ তিন ম্যাচ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকেন সাকিব।

গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই বোলিংয়ে জ্বলে উঠলেও ব্যাট হাতে ব্যর্থতা অব্যাহত আছে সাকিবের। অবশেষে জ্বলে ওঠলেন তিনি।

শরিবার (২৭ জুলাই) দিনগত রাতে ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তানের ইফতিখার আহমেদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। ৪০ বলে অপরাজিত ৫০ রান করেন ইফতিখার।

ছয় নম্বরে নেমে ৪ বলে ২ রান করেন সাকিব। এই নিয়ে টানা চার ম্যাচে দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলেন তিনি।

১৫৩ রানের জবাবে সাকিব-শরিফুলদের বোলিং তোপে ৬ উইকেটে ১৩০ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুবার নাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন হার্শ ঠাকের।

নিজের প্রথম ওভারে ১ রান এবং পরের ওভারে ২ রানে ২ উইকেট নেন সাকিব। এরপর তৃতীয় ওভারে ৪ রান ও শেষ ওভারে ৩ রানে ১ উইকেট নেন তিনি। শরিফুল প্রথম ওভারেই ১ রানে ১ উইকেট নেন। এরপর পরের তিন ওভারে যথাক্রমে- ১ রান, ৯ রান ও ১ রান দিয়েও উইকেট পাননি।



শেয়ার করুন :