কোহলির পর রোহিতও ইতি টানলেন টি-টোয়েন্টি ক্যারিয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ এএম, ৩০ জুন ২০২৪
কোহলির পর রোহিতও ইতি টানলেন টি-টোয়েন্টি ক্যারিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পরই বিরাট কোহলি জানিয়ে দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার এখানেই সমাপ্তি। কোহলির পর এবার অধিনায়ক রোহিত শর্মাও হাঁটলেন একই পথে। দেশটির হয়ে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে রোহিত আর দেশের জার্সি গায়ে ক্রিকেটের এই ছোট ফরম্যাটে খেলবেন না।

শনিবার (২৯ জুন) বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে রোহিত শর্মা জানিয়ে নেন আন্তর্জাতিক অঙ্গনের এটাই ছিল তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তবে ওয়ানডে ও টেস্ট খেলবেন তিনি। এর আগে ম্যাচ শেষে সেরা খেলোয়াড় বিরাট কোহলি মাঠেই অবসরের ঘোষণা দেন।

শনিবার (২৯ জুন) বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে রোহিত শর্মা জানিয়ে নেন আন্তর্জাতিক অঙ্গনের এটাই ছিল তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তবে ওয়ানডে ও টেস্ট খেলবেন তিনি। এর আগে ম্যাচ শেষে সেরা খেলোয়াড় বিরাট কোহলি মাঠেই অবসরের ঘোষণা দেন।
sportsmail24

রোহিত বলেন, “এটিও আমার শেষ (টি-টোয়েন্টি) খেলা ছিল। এ ফর্ম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। আমি এর (টি-টোয়েন্টি ম্যাচ) প্রতিটি মুহূর্ত পছন্দ করেছি। এই ফর্ম্যাটে খেলে আমার ক্যারিয়ার শুরু করেছি। আমি এটাই চেয়েছিলাম, আমি কাপ জিততে চেয়েছিলাম।”

তিনি বলেন, “এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত। আমি আমার জীবনে এই শিরোনামের জন্য খুবই মরিয়া ছিলাম। আমি খুব খুশি যে, আমরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছি।”

ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৯টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। যেখানে ব্যাট হাতে ১৫১ ইনিংসে ৪২৩২ রান করেছেন তিনি। রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৩২টি ফিফটির ইনিংস। ভারতের রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার যে কি-না ২০০৭ সালের চ্যাম্পিয়ন দলের সদস্য এবং সর্বশেষ তার ধরেই ২০২৪ টি-টোয়েন্টি শিরোপা জিতলো টিম ইন্ডিয়া।



শেয়ার করুন :