বাংলাদেশের হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমি-ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। শেষ দল হিসেবে প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। এর আগে বাকি তিন দল হলো-ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড।
গ্রুপ পর্ব এবং সুপার এইট শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন লড়াই সেমি-ফাইনাল। এখান থেকেই দুই দল শিরোপা জয়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য ফাইনালে পা রাখবে।
বিশ্বকাপের সেমি-ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানায় এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ।
সেমি-ফাইনাল সূচি
২৭ জুন (ভোর ৬.৩০ মিনিট): দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান
২৭ জুন (রাত ৮.৩০ মিনিট): ভারত-ইংল্যান্ড।
সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে ২৭ জুন (বাংলাদেশ সময়) ভোর সাড়ে ৬টায়। একই দিন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই বাংলাদেশ প্রথমবারের মতো সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছিল। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে সুপার এইটে পা রাখে বাংলাদেশ। তবে সুপার এইটের তিন ম্যাচের সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।