বাংলাদেশের সামনে দারুণ একটি সুযোগ তৈরি হয়েছিল সেমি-ফাইনালে ওঠার। তবে সেটি আর কাজে লাগাতে পারলো না নাজমুল-সাকিব-লিটনরা। উল্টো বাংলাদেশকে হারিয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস রচনা করলো যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের ক্রিকেট দল।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পর রাখলো রশিদ খানের দল। সুপার এইটে গ্রুপ-১ থেকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে শেষ চার নিশ্চিত করলো তারা।
সুপার এইটের শেষ ম্যাচে বৃষ্টির আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। এ জয়ে গ্রুপ ১ এর দ্বিতীয় দল হিসেবে সেমিতে খেলা নিশ্চিত করলো তারা। প্রথম দল হিসেবে ইতিমধ্যে সেমিতে পা রেখেছে ভারত।
সেমি-ফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২.১ ওভারে জয় পেতে হতো বাংলাদেশকে। তবে সেটি হাতছাড়া হওয়ার পরও বাংলাদেশের সামনে জয়ের সুযোগ ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় সেটিও হয়নি।
ব্যাট হাতে পুরো আসরে বাজে ফর্মে থাকা ওপেনার লিটন দাস আজকের ম্যাচে অপরাজিত ৫৪ রান করলেও বাকিরা ছিলেন যাওয়া আসার মধ্যে। ফলে ইনিংসের ৭ বল (১৯ ওভার) বাকি থাকতেই ১০৫ রানের গুটিয়ে যায় বাংলাদেশ। জয়ের কাছে গিয়েও ৮ রানে হারের স্বাদ পায় বাংলাদেশ।