১২.১ ওভারে জিতলে সেমিতে যাবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৫ জুন ২০২৪
১২.১ ওভারে জিতলে সেমিতে যাবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১১৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। তবে জিতলেও সেমিফাইনালে যেতে পারবে না টাইগারররা। রান রেটে পিছিয়ে থাকায় ১১৬ রানের লক্ষ্য তাড়া করে ১২.১ ওভারে জিততে হবে।

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। চলমান বিশ্বকাপে সুপার এইটে এটাই শেষ ম্যাচ।

ইতিমধ্যে তিন দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচ শেষে বাকি দলটিও চূড়ান্ত হয়ে যাবে। ভারতের কাছে অস্ট্রেলিয়া হারের পর কোন ম্যাচ না জিতেও সেমির পথে টিকে থাকে বাংলাদেশ। ফলে নিজেদের শেষ ম্যাচে এসে কঠিন সমীকরণে পড়লো নাজমুল হোসেন শান্তরা।

সুপার এইটে কোন ম্যাচ না জেতায় বাংলাদেশের রান রেটও তলানীতে রয়েছে (-২.৪৮৯)। অন্যদিকে, এক ম্যাচ জিতে আফগানিস্তান ২ পয়েন্ট অর্জন করার পাশাপাশি রান রেটেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে (-০.৬৫০)।

এছাড়া ২ পয়েন্ট অর্জন করা অস্ট্রেলিয়ার রান রেট (-০.৩৩১)। ফলে আফগানিস্তানকে শুধু হারালেই হবে না, বাংলাদেশকে রান রেটও বাড়িয়ে নিতে হবে।

আফগানিস্তানের বিপক্ষে ১১৬ লক্ষ্য তাড়া করে বাংলাদেশ যদি ১২.১ ওভারে জয় তুলে নিতে পারে তাহলে দ্বিতীয় দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উঠবে। এর ছাড়াও টাইগারদের সামনে রয়েছে আরও একটি সুযোগ।

১২.৫ ওভারে এ রান টপকালেও সেমিতে যাবে বাংলাদেশ। তবে সে ক্ষেত্রে স্কোর সমান হওয়ার পর একটি ছয় মারতে হবে। অর্থাৎ ১২.৫ ওভারে বাংলাদেশকে করতে হবে ১২১ রান।

এছাড়া ১২.৩ ওভারে আফগানিস্তানকে টপকাতে পারলেও সেমিফাইনালে যাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ১২.৩ ওভারে ১১৯ রান করতে হবে।

এর বাইরে জিতলে ২ পয়েন্ট পেলেও দেশের পথ ধরতে হবে টাইগারদের। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থেকে সেমিতে উঠবে অস্ট্রেলিয়া।



শেয়ার করুন :