ভারতের বিপক্ষে বিশ্রামে তাসকিন, একাদশে জাকের আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২২ জুন ২০২৪
ভারতের বিপক্ষে বিশ্রামে তাসকিন, একাদশে জাকের আলী

বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে টস ভাগ্যে জয় পেয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসনে শান্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে এ একাদশে জায়গা পাননি সহঅধিনাক তাসকিন আহমেদ।

সেমি-ফাইনালে খেলতে হলে ভারতের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। অন্যদিকে, সুপার এইটের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত বাংলাদেশকে হারাতে পারলে সেমিতে এক পা দিয়ে রাখবে। এমন সমীকরণে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাকের আলী অনিক, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। এ ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবারের দেখাতে সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাচ কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাবদ, শিবাম দূবে, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র যাজেদা, অক্ষর পাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং জসপ্রিত বুমরাহ।

 অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। তবে ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।



শেয়ার করুন :