অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ এএম, ২১ জুন ২০২৪
অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪০ রান করেছে টাইগাররা। ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হওয়ায় এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ফলে ব্যাট হাতে মাঠে নামেন লিটন কুমার দাস এবং তানজিম হাসান সাকিব।

অস্ট্রেলিয়ার বিপেক্ষে ব্যাট হাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় ছাড়া আর কেউ বড় সংগ্রহ গড়তে পারেনি। শান্ত ৪১ এবং হৃদয় ৪০ রানের ইনিংস খেলেন। চলমান বিশ্বকাপে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় ছাড়া লিটন দাস (১৬) এবং তাসকিন আহমেদ (১৩*) ব্যক্তিগত ইনিংস দুই অংকের ঘরে নিতে পেরেছেন। আর বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।

বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স হ্যাটট্রিক করেছেন। কামিন্সের ৩ উইকেট ছাড়া অ্যাডাম জাম্পা শিকার করেছেন ২টি উইকেট।



শেয়ার করুন :