বিশ্বকাপে চলার মাঝে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে ব্যাপক রদবদল হয়েছে। একধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার মার্ক স্টয়নিস। সাকিব আল হাসান দুই ধাপ এগিয়ে তিন নম্বরে ওঠে এসেছেন। এছাড়া সাকিবকে সরিয়ে শীর্ষ ওঠা আফগানিস্তান তারকা মোহাম্মদ নবী নেমে গেছেন চার নম্বরে।
বুধবার (১৯ জুন) আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
শীর্ষস্থান হারানো সাকিব এক ধাক্কায় পাঁচ নম্বরে নেমে গিয়েছিলেন। তবে সেখান থেকে আবারও নিজের অবস্থানের দিকে এগিয়েছেন দেশসেরা টাইগার অলরাউন্ডার। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ওঠে এসেছেন তিন নম্বেরে।
২২২ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের আগে দুই নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া একধাপ এগিয়ে শীর্ষস্থানে ওঠা অস্ট্রেলিয়ার মার্ক স্টয়নিসের রেটিং পয়েন্ট ২৩১।
এক থেকে তিন নম্বরে থাকা তিনজনই এগিয়েছেন। তবে শীর্ষে থাকা মোহাম্মদ নবী এক ধাক্কায় নেমে গেছেন চার নম্বরে। নবীর এখন রেটিং পয়েন্ট ২১৩।