সুপার এইটে বাংলাদেশের ম্যাচ কবে ও কখন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৭ জুন ২০২৪
সুপার এইটে বাংলাদেশের ম্যাচ কবে ও কখন

গ্রুপ পর্বে তিন দলকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। সুপার এইটে গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। ১৯ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপে সুপার এইট পর্ব শুরু করবে বাংলাদেশ। ২২ জুন রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ২৫ জুন সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শেষ করবে বাংলাদেশ।

সুপার এইটে গ্রুপ-২ এ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। সুপার এইটের শীর্ষ দুই দল সেমি-ফাইনালে উঠবে। দুই গ্রুপের শীর্ষ চার দল ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।
sportsmail24
সুপার এইট শেষে ২৭ জুন অনুষ্ঠিত হবে প্রথম সেমি-ফাইলান। আসরের দ্বিতীয় সেমি-ফাইনাল মাঠে গড়াবে ২৭ জুন। এরপর ২৯ জুন রাতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সুপার এইটে বাংলাদেশ ম্যাচ সময়সূচি
২১ জুন : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, সকাল ৬টা ৩০ মিনিট, অ্যান্টিগা
২২ জুন : বাংলাদেশ-ভারত, রাত ৮টা ৩০মিনিট, অ্যান্টিগা
২৫ জুন : বাংলাদেশ-আফগানিস্তান, সকাল ৬টা ৩০ মিনিট, কিংসটাউন।



শেয়ার করুন :