নেপালের বিপক্ষে শতরানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়লেও সেই লজ্জা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। তবে ইংসের ৩ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১০৬ রান।
ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সোমবার (১৭ জুন) বাংলাদেশে ঈদের দিন ভোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় টাইগাররা।
দলীয় ৩০ চারে টপঅর্ডারের চার ব্যাটার সাজঘরে ফিরেন। ওপেনার তানজিদ হাসান তামিম (০), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪), লিটন দাস (১০) এবং তাওহিদ হৃদয় (৯) রানে ফিরেন।
এরপর দলের এমন বিপর্যয়ে বড় জুটি গড়ার চেষ্টা করলেও সাকিব আল হাসানের ভুলে রান আউটে কাটা পড়ে মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এ ব্যাটার ফিরেন ১৩ রানে। সাকিবও ব্যক্তিগতভাবে বড় সংগ্রহ গড়তে পারেননি। রিয়াদের পর সাকিব ফিরেন ব্যক্তিগত ১৭ রান। যা টাইগার ব্যাটারদের ব্যক্তিগত সর্বোচ্চ।
এরপর তানজিম হাসান সাকিব (৩), জাকির আলী অনিক (১২), রিশাদ হোসেন (১৩) , মোস্তাফিজুর রহমান (৩) এবং তাসকিন আহমেদ অপরাজিত (১২) রান করেন।
নেপালের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার করেছেন চার বোলার। ৩ বল আগে বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পথে অতিরিক্ত ১০ রান দিয়েছে নেপাল ক্রিকেট দল।