মুজিবের বিশ্বকাপ শেষ, আফগাস্তিান দলে জাজাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৫ জুন ২০২৪
মুজিবের বিশ্বকাপ শেষ, আফগাস্তিান দলে জাজাই

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সুপার এইটে উঠলেও খেলতে পারছেন না আফগাস্তিানের মুজিব উর রহমান। ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে টপ অর্ডার ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে দলে যুক্ত করেছে আফগানিস্তান।

বিশ্বকাপ চলাকালে আফগানিস্তান দলের এ পরিবর্তনের অনুমতি দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি। শনিবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে।

আঙুলের ইনজুরিতে পড়অয বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন মুজিব উর রহমান। চলমান বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে খেলেছিলেন মুজিব। রেকর্ডগড়া জয়ের ম্যাচে ৩ ওভারে ১৬ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি।

তবে আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে পারেননি। এবার বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন ২৩ বছর বয়সি এ স্পিনার।

দলে নতুন করে যুক্ত হওয়া হজরতউল্লাহ জাজাই দেশের হয়ে এখন পর্যন্ত ৪৩ টি-টোয়েন্টি খেলেছেন। যার মধ্যে ব্যাট হাতে তিনটি ফিফটি ছাড়াও একটি সেঞ্চুরি রয়েছে। সেটিও আবার অপরাজিত ১৬২ রানের ইনিংস ছিল।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সোমবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এরপর সুপার এইটে রশিদ খানদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও ডি গ্রুপের দ্বিতীয় দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে সুপার এইটের পথে রয়েছে বাংলাদেশ।



শেয়ার করুন :