ইতিহাস ইতিহাস, স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই সুপার এইটে পা রাখলো যুক্তরাষ্ট্র। ‘এ’ গ্রুপ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে যুক্তরাষ্ট্র এখন সুপার এইটে খেলবে। বিপরীতে গ্রুপ থেকেই বিদায় ঘটলো পাকিস্তান, কানাডা এবং আয়ারল্যান্ডের।
শুক্রবার (১৪ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠে যুক্তরাষ্ট্র। এর আগে নিজেদের তিন ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও কানাডা এবং পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল তারা।
যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়াতে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিট) অপেক্ষা করা হয়। তবে শেষ মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
ম্যাচটি বাতিল হওয়া যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড সমান ১ পয়েন্ট করে অর্জন করে। এর ফলে আগের ৪ পয়েন্টের সাথে আরও এক পয়েন্ট নিয়ে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্রের সুপার এইট নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই কানাডা-আয়ারল্যান্ডের মতো পকিস্তান ক্রিকেট দলেরও বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিজেদের তিন ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট অর্জন করেছে তারা। ফলে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারবে না বাবর আজমরা।
নিজেদের শেষে চলমান বিশ্বকাপে দারুণ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় ম্যাচে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় স্বাগতিকরা।
বিশ্বকাপ জয়ী পাকিস্তানকে সুপার ওভারের উত্তেজনাপূর্ণ ম্যাচে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের ধাক্কা সামাল দিতে পারেনি বাবর আজমরা। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছেও হেরে যায় তারা। টানা দুই ম্যাচে হারের পর কার্যত ছিটকে পড়ে তারা। এবার বিশ্বকাপ থেকেই বিদায় নিশ্চিত হলো।