সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরি এবং স্পিনার রিশাদ হোসেনের স্পিন ভেল্কিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার পথে এগিয়ে গেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ জুন) চলমান টি-টোয়েন্ট বিশ্বকাপের ২৭তম এবং নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। ব্যাট হাতে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন সাকিব।
জবাবে বাংলাদেশি বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ডাচরা। তবে রিশাদ হোসেনের লেগ স্পিন ভেল্কিতে কুপোকাত হয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান করতে পারে নেদারল্যান্ডস। ফলে ২৫ রানে জয় পেয়ে যায় বাংলাদেশ। বল হাতে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিশাদ।
এ জয়ে প্রথমবারের মতো সুপার এইটে খেলার পথে এগিয়ে গেল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলেই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করবে টাইগাররা।
এদিকে, বাংলাদেশের এ জয়ে শ্রীলঙ্কার সুপার এইটে খেলার আশা শেষ হয়ে গেছে। কারণ তিন ম্যাচ শেষে লঙ্কানদের পয়েন্ট মাত্র ১। বাকি থাকা নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও তাদের মোট পয়েন্ট হবে ৩।
অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেলেও সুপার এইটে যেতে বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই ম্যাচে বাংলাদেশ জিতলে টাইগারদের সামনে আরও কোন বাধা থাকতে না।
১৬০ রানের টার্গেট খেলতে নেমে ২২ রানের সূচনা পায় নেদারল্যান্ডস। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন পেসার তাসকিন আহমেদ। পরের ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন আরেক পেসার তানজিম হাসান।
৩২ রানে ২ উইকেট পতনের পর নেদারল্যান্ডসের হাল ধরেন বিক্রমজিত সিং ও সিব্রান্ড এঙ্গেলব্রেখট। ২৩ বলে ৩৭ রান যোগ করে উইকেটে সেট হয়ে গিয়েছিলেন দু’জনে। এ অবস্থায় মাহমুদউল্লাহকে আক্রমণে আনেন টাইগার অধিনায়ক শান্ত।
নিজের তৃতীয় ডেলিভারিতে সাফল্য পান মাহমুদউল্লাহ। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৭৪ রান তুলে নেদারল্যান্ডস। চতুর্থ উইকেটে ৩১ বলে ৪২ রানের জুটিতে নেদারল্যান্ডসকে লড়াইয়ে রাখেন এঙ্গেলব্রেখট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এ জুটি ভাঙতে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ।
তবে ১৫তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চিন্তা মুক্ত করেন স্পিনার রিশাদ। ২২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান এঙ্গেলব্রেখটকে এবং বাস ডি লিডেকে খালি হাতে বিদায় দেন রিশাদ। পরের দুই ওভারে এডওয়ার্ডসকে (২৫) মোস্তাফিজ এবং লোগান ফন বিককে (২)আউট করেন রিশাদ।
১১৭ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৪ রান করে ডাচরা। বাংলাদেশের রিশাদ ৩৩ রানে ৩ ও তাসকিন ৩০ রানে ২ উইকেট নেন। এছাড়া মোস্তাফিজুর-তানজিম ও মাহমুদউল্লাহ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে ৬৪ রানের ইনিংস খেলা সাকিব আল হাসান।