২০ ম্যাচ পর সাকিবের ব্যাটে ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৯ পিএম, ১৩ জুন ২০২৪
২০ ম্যাচ পর সাকিবের ব্যাটে ফিফটি

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২৪ ম্যাচ খেলা সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ভুগতেছিলেন ফর্মে ফেরা নিয়ে। অবশেষে ব্যাট হাতে ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি ফিফটির দেখা পেলেন এ টাইগার অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৩ জুন) নিজের ১২৫তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছেন সাকিব। চলমান বিশ্বকাপে বাংলাদেশে এটাই কোন ব্যাটারের এখন পর্যন্ত একমাত্র ফিফটি।

সাকিব আল হাসানের ব্যাট থেকে ফিফটি এসেছে দীর্ঘ ২১‌ মাস পর। সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

মাঝে ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯ ইনিংসে ব্যাট হাতে মাঠে নামলেও কোন ফিফটির দেখা পাননি সাকিব। অবশেষে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে ওঠলেন সাকিব আল হাসান।
sportsmail24

৩৮ বলে ফিফটি স্পর্শ করেন সাকিব। ফিফটি করার পথে ৭টি চারের মার মারেন দেশ সেরা এ অলরাউন্ডার। এরপর শেষ পর্যন্ত ৪৬ বলে ৯টি চারের মারে অপরাজিত ৬৪  রান করেন সাকিব।

দেশসেরা এ অলরাউন্ডার আইসিসির শীর্ষস্থান থেকেও বঞ্চিত হন। বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম্যান্সের কারণে শীর্ষস্থান থেকে এক ধাক্কায় পাঁচ নম্বরে নেমে গেছেন।



শেয়ার করুন :