বিশ্বকাপ শেষে সাকিবের আর খেলা উচিত নয়: শেবাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ পিএম, ১১ জুন ২০২৪
বিশ্বকাপ শেষে সাকিবের আর খেলা উচিত নয়: শেবাগ

বিশ্বকাপে বল কিংবা ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে জয় পাওয়া শ্রীলঙ্কার বিপক্ষের পর হারের স্বাদ পাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব। দলের একজন সিনিয়র ক্রিকেটারের এমন পারফর্মে সাকিবকে নিয়ে কথা হচ্ছে চারাদিকে।

বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট ভিত্তিক ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে সাকিবের এমন পারপর্ম্যান্স কথা বলেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

সাকিবের অবসরের সময় হয়ে গেছে কি-না, সঞ্চালকের এমন এক প্রশ্নের জবাবে শেবাগ বলেন, “গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, ওকে (সাকিব) আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর (সাকিব) অবসর নেওয়ার সময় হয়েছে।”

সাকিবকে উদ্দেশ্য করে শেবাগ বলেন, “তুমি (সাকিব) এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন! সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এ (টি-টোয়েন্টি) সংস্করণ থেকে অবসর নিচ্ছি।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে মাত্র ১ ওভার করতে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ওই ওভারে ৬ রান দেওয়ার পর কেন যেন সাকিবকে দিয়ে আর বল করাননি টাইগার অধিনায়ক। এছাড়া ব্যাট হাতেও হতাশ করেছেন সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যাওয়া ম্যাচে ৪ বল খেলে ৩ রান করেছেন সাকিব।

সাকিবের আউট হওয়ার ধরন নিয়েও কথা বলেছেন শেবাগ। বলেন, “অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো।”

সাকিবের সমালোচনা কলেই ক্ষ্যন্ত হননি শেবাগ। নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। হিন্দি ভাষার ওই অনুষ্ঠানে শেবাগ বলেন, “নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে। তরুণদের সুযোগ দিতে হবে। ম্যাচে যদি ফল না পান (সিনিয়র দিয়ে), তাহলে তরুণদের সুযোগ দিয়ে হেরে যান, সামনে অবদান রাখতে পারবে।”

এক সময় নিয়মিত আইপিএলে খেলা সাকিব আল হাসান গত দুই আসর ধরে সেখানেও খেলছেন না। টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি আসরে সাকিবকে নিয়ে আগ্রহও এখন অনেকটা কমতির দিকে।

সাকিবকে নিয়ে শেবাগ আরও বলেন, “সাকিব তো এসব কিছুই করতে পারছে না। আমার মনে হয় বিশ্বকাপ শেষে তার (সাকিব) আর খেলা উচিত না। কিংবা তাকে আর খেলানো উচিত নয়।”



শেয়ার করুন :