বোলিংয়ে দাপট দেখিয়ে ব্যাটিং ব্যর্থতায় হারলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ এএম, ১০ জুন ২০২৪
বোলিংয়ে দাপট দেখিয়ে ব্যাটিং ব্যর্থতায় হারলো পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। সেটা আবারও প্রমাণ করলো দু’দল। তবে স্বল্প রানের পূঁজি নিয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিলো ভারত। বোলিংয়ে দাপট দেখালেও স্নায়ু যু*দ্ধে ভারতের সাথে পেরে ওঠেনি বাবর আজমরা।

রোববার (৯ জুন) বাংলাদেশ সময় রাতে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে গুটিয়ে যাওয়া ভারতের সংগ্রহ ছিল ১১৯ রান। যা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। তবে এমন স্কোর নিয়েও পাকিস্তানকে জিততে দেয়নি জসপ্রীত বুমরাহ।

১২০ বলে ম্যাচে ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৩ রান তুলতে পারে পাকিস্তান। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

স্বল্প রানের পূঁজি নিয়েও বুমরা-পান্ডিয়াদের বোলিংয়ে ৬ রানের জয় তুলে নেয় ভারত। বল হাতে বুমরা ৩টি এবং হার্ডিক পান্ডিয়া ২টি উইকেট শিকার করেন। পাকিস্তানকে হারানোর এ ম্যাচ সেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা।

এ জয়ে ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে রইলো ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছিল ভারত। অন্যদিকে, স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হারের পর এবার ভারতের বিপক্ষে হেরে টেবিলের চার নম্বরে নেমে গেছে পাকিস্তান।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিউইয়র্কে ভারত-পাকিস্তান ১৩তমবারের মতো মুখোমুখি হয়েছিল। এর মাঝে দশমবারের মতো জয় পেল ভারত। বাকি তিনটিতে জয় পেয়েছে পাকিস্তান।



শেয়ার করুন :